Breaking News

সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পেটাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

সিরাজগঞ্জে কামারখন্দে সাংবাদিককে পিটিয়েছে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। ওই সাংবাদিকের নাম আব্দুর রাজ্জাক রাজ। তিনি দৈনিক দিনকাল পত্রিকার কামারখন্দ-বেলকুচি প্রতিনিধি। আর অভিযুক্ত আল-আমিন ওরফে বাবু কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।

উপজেলা পরিষদে কৃষি কার্ডের লটারির সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় তাকে পেটানো হয় বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা পরিষদের নীচতলা এ ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাংবাদিক।

উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন বাবুসহ কয়েকজন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজকে মারপিট করছে দেখে দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করেছি। সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজ কিছু নিউজ করেছিল যা তাদের বিপক্ষে গেছে। এ জন্যই তাকে মারপিট করেছে বলেছে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

কামারখন্দ থানার ভারপাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, সাংবাদিককে মারপিটের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *