মাস্ক জালিয়াতি মা’মলায় জেএমআই চেয়ারম্যান রাজ্জাক ৫ দিনের রিমান্ডে
ডেস্ক রিপোর্ট:নকল ‘এন৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগে গ্রে’প্তার জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ রিমান্ড দেন।
এরআগে মা’মলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. নূরুল হুদা আসা’মির পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. জুলফিকার এ তথ্য জানান।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) ৬ কর্মকর্তা ও জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মা’মলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মো. নূরুল হুদা বাদী হয়ে মা’মলা করেন।