Breaking News

বিমানের রেকর্ড ভেঙেছে তুরস্কের তৈরী এই ড্রোন

তুরস্কের জাতীয় বিমান আকাশে উড়ার রেকর্ড ভেঙেছে দেশটিতে তৈরি চালকবিহীন বিমান (ড্রোন) বায়রাক্তার টিবি-২। তুর্কির আকাশে একটানা ২ লাখ ঘণ্টা উড়ে এ রেকর্ড ভাঙে ড্রোনটি।বুধবার দেশটির ড্রোন প্রস্তুতকারী এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। দেশটিতে বিমানের উড়ার ইতিহাসে এটিই সবচেয়ে বেশি উড়ার রেকর্ড।

বায়কারের প্রধান নির্বাহী কর্মকর্তা এক টুইট বার্তায় বলেন, আমাদের জাতীয় বিমানের ইতিহাসে আরেকটি রেকর্ড ভেঙেছে বায়রাক্তার টিবি-২। তুরস্কের আকাশে বায়রাক্তার ২ লাখ ঘণ্টা উড়েছে। এটি জাতীয় বিমানের উড়ায় সবচেয়ে দীর্ঘ সময়। আমার আকাশ মুক্ত ও স্বাধীন।

ড্রোনটি বুদ্ধিমত্তা, নজরদারি, আকাশে বেশিক্ষণ উড়া ও হামলার অভিযানে অংশ নিতে সক্ষম। এই ড্রোনটি রফতানি ক্যাটাগরিতে রাখা হয়েছে। ২০১৪ সাল থেকে এটি তুর্কির সামরিক ও পুলিশ বাহিনী সফলতার সঙ্গে ব্যবহার করে আসছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *