Breaking News

রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে ওএসডি, স্বাস্থ্যের সেই আমিনুল আবারও ওএসডি হচ্ছেন

স্বাস্থ্য অধিদপ্তরের সেই আমিনুল হাসানকে আবারও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে। প্রথম দফায় যখন তিনি যখন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ছিলেন তখন রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারির ঘটনায় তাঁকে (ওএসডি) করা হয়েছিল। এটা জুলাই মাসের ২১ তারিখের ঘটনা। এ ঘটনার ২৬ দিন পর ১৬ আগস্ট আমিনুলকে ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। সেই পদায়নের পর আবারও তাঁকে ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছয় বছর ধরে নবায়ন বন্ধ রিজেন্ট হাসপাতালের সঙ্গে কোভিড-১৯ চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের করা চুক্তিকে অবৈধ উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. আমিনুল হাসানসহ উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক মো. শফিউর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলামের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক মামলা করার পর এই কর্মকর্তাকে আবারও ওএসডি করার কথা বলা হচ্ছে।
জানতে চাইলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, আমিনুল হাসানকে ওএসডি করা হচ্ছে। এ সংক্রান্ত নথি ঊর্ধ্বতনদের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। পর্যায়ক্রমে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থাও নেওয়া হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *