Breaking News

নামাজ পড়তে আসলেই উপহার পাচ্ছে ঢাকার শিশুরা

মসজিদে নামাজ পড়তে আসা শিশুদের চকলেট, টুপি ও আতর উপহার দিয়েছে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে নগরীর নিরালা মসজিদ, টাউন জামে মসজিদ, নিউমার্কেট বায়তুন নূর মসজিদ, ময়লাপোতা মসজিদ ও পিটিআই জামে মসজিদের ২৫০ জন শিশুর মাঝে এগুলো বিতরণ করা হয়।
ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার সভাপতি শাহরিয়ার কবীর মেঘ জানান, ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিন ২৫০ জন শিশুর হাতে উপহার দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন মৃধা বলেন, শিশুদের মসজিদমুখী করতেই আমাদের এই প্রচেষ্টা। আমরা তাদের উপহার দিয়ে বলেছি, তোমরা যদি নিয়মিত নামাজ পড় তাহলে এভাবে আরো উপহার পাবে।
ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থা খুলনার একটি সেচ্ছাসেবী সংগঠন। বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার দুস্থদের মাঝে বিতরণ করে আলোচনায় আসে সংগঠনটি। পরবর্তীতে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার ও পোশাক বিতরণ, বীর মুক্তিযোদ্ধার জন্য ঘর নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে সংগঠনটি।
উপহার বিতরণের সময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলো শাহরিয়ার শাওন, মেহরাব, সামির, নয়ন, মেহেদী, আমিন, রেজওয়ান, সাদ, শুভ, ইমরানজ্জামান ও মাহিন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *