গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য কান্দি গ্রামে মাদ্রাসা তৈরিতে স্থানীয় প্রভাবশালীর বাধার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় স্থানীয় ভট্টাচার্য কান্দি গ্রামে নির্মাণাধীন মাদ্রাসা সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত করেন। মানববন্ধন চলাকালে স্থানীয় গ্রামবাসী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ভট্টাচার্য কান্দি মৌজায় পৈতিকসূত্রে পাওয়া আবু বক্কর সিদ্দিক ৩০ শতক জায়গা মাদ্রাসা করার জন্য গত বছরের নভেম্বর মাসে দান করেন। ওই জমিতে দাতাদের পূর্বপুরুষের নামে আরএস ও এসএ রেকর্ড রয়েছে।
গতকাল ওই স্থানে মাদ্রাসা ঘর নির্মাণের জন্য মাটি ভরাট করতে গেলে এলাকার প্রভাবশালী খোরশেদ শেখ বাধা দেন।