চীন কোনো দেশের সঙ্গে যু’দ্ধ চায় না, আলোচনায় হবে সমস্যার সমাধান: জিনপিং
রাশিদুল ইসলাম : [২] চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করলেন, তার দেশ কোনও দেশের সঙ্গে ঠান্ডা যু’দ্ধ বা যু’দ্ধ চায় না। কোনও দেশের এলাকা অধিকার করে শান্তি ভঙ্গ করতে চায় না। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতেই তৎপর তারা। সিনহুয়া
চীনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফও জিনপিং। তিনি বলেন, বন্ধ দেওয়ালের মধ্যে উন্নয়নে বিশ্বাসী নয় তার দেশ। তিনি বলেন, আমরা চাই আমাদের দেশের যা কিছু ভাল জিনিস তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক। দেশীয় ও আন্তর্জাতিক আদান প্রদানের মাধ্যমেই আরও বেশি সুযোগ তৈরি হবে। এর ফলেই চীন সহ গোটা দুনিয়ার অর্থনৈতিক উন্নতি হবে।
চীনের প্রেসিডেন্ট কোভিড প্রসঙ্গে বলেন, এই ভাইরা’সের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়তে হবে। বিজ্ঞানের নির্দেশ মানতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বকে স্বীকার কররে হবে ও এই অতিমারীর বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে। এ নিয়ে রাজনীতি করা উচিত নয়।