Breaking News

ধানের শীষকে বিজয়ী করতে রাণীনগরে আলোচনা সভা 

প্রকাশ:২৩ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০আগামী ১৭ অক্টোবর আসন্ন নওগাঁ-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই দেশের প্রধান দুটি দলসহ অন্যান্য দল তাদের প্রার্থীকে চূড়ান্ত করেছে।

বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মো: রেজাউল ইসলাম রেজু। তাই উপনির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে যুবদলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর শিক্ষক সমিতির হলরুমে বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা যুবদল এই সভার আয়োজন করে। উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম এমদাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম সিরাজ, বেদারুল ইসলাম, ফরহাদ আলী মন্ডল, সাখাওয়াত হোসেন, সদস্য আমিনুল ইসলাম টুটুল, ওবাইদুর রহমান উজ্জলসহ উপজেলার ৮টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, এই আসনটি এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিলো। কিন্তু গত ২০০৮ সালের পর থেকে দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের দখলে। এবার সুযোগ এসেছে বিএনপির সেই ঘাটিকে পুনরায় উদ্ধার করে বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার।

আর তাই সকল দ্বিদ্ধা-বিভেদ ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। ভোটের দিন চীনের প্রাচীর তৈরি করে ভোট চুরি এবং যে কোন ধরনের অরাজকতাকে জীবন দিয়ে প্রতিরোধ করতে হবে। তার আগে আমাদেরকে এক হতে হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের কোন বিকল্প নেই।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *