Breaking News

প্রবল স্রোতে মুর্হূতেই বিলীন পাঁচঠাকুরি মসজিদ

গত কয়েকদিনে যমুনার পানি বৃদ্ধি আর প্রবল স্রোতে মুর্হূতেই বিলীন হয়ে গেছে সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের মসজিদ। শনিবার সকাল থেকে এই আকস্মিক ভাঙন দেখা দেয়।

এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেয়ায় এই ভাঙন দেখা দিয়েছে। গতকাল দুপুরের পর থেকে ভাঙন কবলিত এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করে কর্তৃপক্ষ।

রিংকু কুন্ডু’র রিপোর্ট ছবি তুলেছেন অমৃত সেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপরে মূহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি পশ্চিমপাড়া গ্রামের একমাত্র মসজিদটি।

এলাকাবাসী কিছু বুঝে ওঠার আগেই মসজিদসহ বেশ কয়েকটি বসত বাড়িও ভাঙনের কবলে পড়ে।


এতে ভাঙন আ’তংক ছড়িয়ে পরে পুরো এলাকায়। আ’তংকে বসতবাড়ি, গাছপালা সরিয়ে নিতে দেখা যায় নদী পাড়ের মানুষদের।

এলাকাবাসীর অভিযোগ, বার বার বলার পরও পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে পদক্ষেপ না নেয়ায় এই ভাঙন দেখা দিয়েছে।

আর ভাঙন রোধে দুপুরের পর থেকে এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে কর্তপক্ষ। ভাঙন অব্যাহত থাকলে নদী তীরবর্তী ৮টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ভিটাহারা হবে বলে জানিয়েছে এলাকাবাসী।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *