দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি নিশান মাহামুদ শামীমের তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহের আদালত এই আদেশ দেন।
এর আগে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকার উত্তরা থেকে সিআইডির একটি দল তাকে গ্রেপ্তার করে।