সিলেতে রাস্তা পাশে দাঁড় করিয়ে রাখা একটি অ্যাম্বুলেন্স থেকে ভারতীয় ওষুধের বড় একটি চালান জব্দ করেছে র্যাব। গত শুক্রবার রাত ৯টার দিকে নগরীর এমসি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে ওষুধের চালানটি জব্দ করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান।
তিনি জানান, অ্যাম্বুলেন্স থেকে উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ওষুধ জব্দ করা হয়। জব্দৃকত ওষুধের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে ওষুধের চালান মালিক বা অ্যাম্বুলেন্স চালককে আটক করা যায়নি। জব্দকৃত ওষুধ ও অ্যাম্বুলেন্স সিলেট মহানগরীর শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।