হারিয়ে যাওয়া বৌমাকে খুঁজে পেতে ইশ্বরকে খুশি করতে নিজের জিভ কাটলেন শাশুড়ি। এ ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায়। সংবাদ প্রতিদিন।পুলিশ জানায়, গত ১৪ আগস্ট সন্ধ্যা থেকে ছেলের বউ জ্যোতি এবং তার সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না শাশুড়ি লক্ষ্মী নিরালা। খোঁজ খবর নিয়ে না পেয়ে পুলিশের সাহায্য চান তিনি। কিন্তু তারপরও না পেয়ে তাদের খুঁজে পেতে শিব ঠাকুরকে ‘সন্তুষ্ট’ করতে ব্লেড দিয়ে নিজের জিভ কেটে ফেলেন তিনি। গত রোববার শাশুড়ি লক্ষ্মী নিরালা এ কাজ করেন। এমনকি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে কাতরাতে থাকলেও প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।বর্তমানে শাশুড়ি লক্ষ্মী নিরালার অবস্থা স্থিতিশীল।
Check Also
জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন
মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …