Breaking News

দলীয় কোন্দলে আওয়ামী লীগ কর্মীর পা বিচ্ছিন্ন

মাগুরার শালিখার নাঘোষা গ্রামে সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘ’র্ষে খলিলুর রহমান (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীর পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। 

এ সময় একাধিক বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম জানান, নাঘোষা গ্রামসহ তালখড়ি ইউনিয়নে বাসিন্দারা দুটি সামাজিক দলে বিভক্ত। একপক্ষ স্থানীয় সংসদ সদস্য ড. বীরেন শিকদার ও অপরপক্ষ উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হেসেনের সমর্থক। 

তিনি বলেন, সম্প্রতি এমপি সমর্থিত কয়েকজন দল ত্যাগ করে উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের পক্ষে যোগ দেয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উ’ত্তেজনার এক পর্যায়ে সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান সমর্থক আকরাম, আলমের নেতৃত্বে এমপি সমর্থক খলিলুর রহমান বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমানের বাম পা ধরাল অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় আরো ৪-৫ জনকে কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা ২-৩টি বাড়িঘরও ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। 

পুলিশ খলিলুর রহমানসহ আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আতিয়ার রহমান (৫৫), মহিদুল ইসলাম (৫০) ও আসাদুল (৫২) নামে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম জানান, প্রাথমিকভাবে খলিলুর রহমানের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। তবে বাম পায়ের মাংসসহ গোটা রগ কেটে চামড়ায় বেধে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *