সালেহ্ বিপ্লব: অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলির পরপর লিয়াকত জানান ওসি প্রদীপ কুমার দাশকে। ওসি, পুলিশ সুপার এবিএম মাসুদকে জানান, লিয়াকতকে গুলি করার পরে লিয়াকত গুলি করেছে তারই নির্দেশে।
যদিও পরিদর্শক লিয়াকত কক্সবাজারের এসপিকে ফোন দিয়ে জানান, পিস্তল তাক করার পরই তিনি গুলি করেছেন। কিন্তু কারো কথায়ই মাদকের কোন বিষয় ছিলো না। পুলিশের এজাহারে চারটি গুলির কথা থাকলেও, সুরতহালে মেলে ছয়টি গুলির চিহ্ন। বাকি দুটি গুলি কে করলো সেই উত্তর এখনো মেলেনি। ৩১ জুলাই রাতের একটি ফোনালাপ প্রকাশ হয়েছে গণমাধ্যমে।
