Breaking News

প্রতিবন্ধীর ভাতার টাকাতেও ভাগ বসালেন মেম্বার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য মোকারম শেখ ও অপর এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ইউপি সদস্য অস্বীকার করলেও সহযোগী নারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বুধবার সকালে পারুলিয়া ইউনিয়ন পরিষদে ২০১৯-২০ অর্থবছরের প্রতিবন্ধী ভাতার টাকার চেক বিতরণ করে উপজেলা সমাজসেবা অধিদফতর।

ইউনিয়নের জোয়ার গুচ্ছগ্রাম এলাকার মোকছেদ আলী গাজীর মেয়ে মানসিক প্রতিবন্ধী নাছিমা খাতুন এক বছরের জন্য প্রাপ্য ৯ হাজার টাকার একটি চেক পান। তবে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় পেলেন চার হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করেন নাছিমার একই গ্রামের ভাবি সম্পর্কের মোস্তফা আলীর স্ত্রী সাহানারা বেগম ও ইউপি সদস্য মোকরম শেখ।
এ ঘটনায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, এই অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিল। আমিও চাই এমন ঘৃণিত ঘটনার বিচার হোক। তবে আমার কিছু করার নেই, আমি নিরুপায়।

টাকা আত্মসাতের বিষয়ে ইউপি সদস্য মোকারম শেখ জানান, আমি কারো টাকা কেটে রাখিনি। মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। অভিযুক্ত অপর নারী সাহানারা বেগম বলেন, ‘আমি পাঁচ হাজার টাকা কেটে রেখেছি’।
এ ব্যাপারে দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন বলেন, এই ইউপি সদস্যের বিরুদ্ধে ইতোপূর্বেও এমন অভিযোগ পেয়েছি। অভিযোগের পর অনেকের টাকা ফিরিয়ে দিয়েছে। আমার দফতরে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, ভাতার টাকা বুঝে না পাওয়া ওই নারী অভিযোগ দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *