Breaking News

আশুলিয়ায় বন্যার পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

সাভারের আশুলিয়ায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় মা-মেয়ের করুন মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরেক মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুররে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে এই নৌকাডুবির ঘটনা ঘটে।নিহতরা হলেন ঢাকা জেলার আশুলিয়ার থানাধীন ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামের রাজমিস্ত্রী আব্দুর রাজ্জাকের স্ত্রী আছিয়া বেগম ও তার সাড়ে চার বছর বয়সী শিশু কন্যা।

স্থানীয় বাসিন্দা পলাশ হোসেন জানান, বুধবার দুপুরে গৃহবধূ আছিয়া বেগম তার দুই শিশু কন্যাকে নিয়ে একটি ছোট ডিঙি নৌকায় নিজ বাড়ি থেকে একই এলাকায় পাশ্ববর্তী অন্য এক বাড়ি যাচ্ছিলেন। একপর্যায়ে তাদের বহনকারী নৌকাটি পানিতে ডুবে গেলে দ্রুত স্থানীয়রা মা ও দুই শিশু কন্যাকে উদ্ধার করেন। এ ঘটনায় গৃহবধু আছিয়া বেগম ও তার সাড়ে ৪ বছরের এক শিশু কন্যা মারা গেলেও সাড়ে ৫ বছর বয়সী অপর শিশু কন্যাটি প্রাণে বেঁচে গেছে।

জানতে চাইলে স্থানীয় ইউপি মেম্বার আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যার পানির কারণে ছোট নৌকা দিয়ে পার হওয়ার সময় নৌকাডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি থানায় অবহিত করে তাদের দাফনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নৌকাডুবিতে মা-মেয়ের মৃত্যুর বিষয়টি সংবাকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। তবে যেহেতু ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করা গেছে তাই হয়ত আমাদের কেউ বিষয়টি অবহিত করেনি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *