Breaking News

এক মাসে বিদ্যুৎ বিল ২৬ লাখ টাকা, সাইকেল মেকানিকের মাথায় হাত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক সাইকেল মেকানিকের দোকানে জুলাই মাসের বিদ্যুৎ বিল এসেছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা।
উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপির শিমুলিয়া চৌরাস্তা বাজারে এমএ তুহিন (কামাল) নামে ওই মেকানিকের দোকানের বিদ্যুৎ বিলে এমন চিত্র দেখা গেছে। তুহিন দীর্ঘদিন ধরে চৌরাস্তা বাজারে ব্যবসা করছেন।

তুহিন জানান, দোকানে একটি ফ্যান ও একটি লাইট ব্যবহার করেন। এতে প্রতি মাসে দুই-তিনশ টাকা বিল আসতো। কিন্তু জুলাই মাসের বিলের কাগজ দেখে চোখ কপালে উঠেছে তার। এমন ভুতুড়ে বিদ্যুৎ বিলে হতাশ হয়ে পড়েছেন তিনি।

তিনি আরো জানান, বিদ্যুৎ অফিসের কাগজে উল্লেখ করা হয়েছে ২৩৪৬৯০ ইউনিট। যার মূল্য ধরা হয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ১১৪ টাকা। কিন্তু মিটার রিডিংয়ে ০.৪৫০০ ইউনিট।

এমন ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে জানতে চাইলে কটিয়াদী পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের নাজমুল জানান, বিলের সমস্যা থাকলে মিটার রিডিং যারা করেন তাদের সঙ্গে কথা বলে সমাধান করতে হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *