Breaking News

লাদাখে অস্ত্রসহ ৪০ হাজার সেনা পাঠিয়েছে চীন

লাদাখের নিয়ন্ত্রণ রেখা থেকে সেনাসদস্য প্রত্যাহারের ঘোষণা দিয়েও সরিয়ে নেয়নি চীন। অন্যদিকে উল্টো ভারী অস্ত্রসহ প্রায় ৪০ হাজার সেনা ওই এলাকায় মোতায়েন করে রেখেছে দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি দাবি করেছে। দেপসাং মালভূমি, গোগরা ও ফিঙ্গারস অঞ্চলে এখনও চীনা সেনাদের উপস্থিতি রয়েছে বলে দাবি তাদের।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গালওয়ান, হটস্প্রিং আর ফিঙ্গার রিজিয়নে শিবির ছেড়ে পেছানোর কোনো লক্ষণ নেই চীনা সেনাদের। উল্টো ওই এলাকা থেকে ভারতীয় সেনাবাহিনীর ওপর নজরদারি বাড়াতে ওয়াচ টাওয়ার স্থাপন করেছেন তারা।

এছাড়া নিজেদের দখলে রাখা ফিঙ্গারস-৪ ও ফিঙ্গারস-৮ এলাকা থেকেও সেনা প্রত্যাহার করতে চাইছে না চীন।

গত ১৫ জুন লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে বেশ কয়েকবার আলোচনা করেছে উভয়পক্ষ।

এসব আলোচনায় নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হওয়ার পাশাপাশি দুই দেশই এ প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখার কথা জানায়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *