Breaking News

নেপালের ৩ মন্ত্রণালয়ের সামনে থেকে বোমা উদ্ধার, উত্তেজনা চরমে

ভারতের সঙ্গে মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরে থেকেই সমস্যা বেড়েছে নেপালের। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে প্রবল বিক্ষোভ হচ্ছে নেপালের শাসকদল কমিউনিস্ট পার্টির ভিতরেই। এর মাঝেই মঙ্গলবার সকালে তিনটি মন্ত্রণালয় ও একটি প্রদেশের বিধানসভার বাইরে থেকে উদ্ধার হল তিনটি বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা।

স্থানীয় সূত্র বলছে, মঙ্গলবার সকালে নেপালের সুদূরপশ্চিম প্রদেশের বিধানসভা ভবন ও তার পাশে থাকা তিনটি মন্ত্রণালয়ের অফিসের সামনে সন্দেহজনক তিনটি বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

কে বা কারা ওই এলাকায় বোমা রেখেছে তার খোঁজে তদন্ত শুরু হয়েছে। এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পরেই সুদূরপশ্চিম প্রদেশের কালীয়ালি জেলার পুলিশ হেডকোয়ার্টার ধাঙ্গাধিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নেপাল পুলিশ বলছে, তিনটি মন্ত্রণালয় ও আঞ্চলিক বিধানসভা ভবনের সামনে থেকে তিনটি বোমা উদ্ধার হয়েছে। কারা ওখানে বোমা রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *