Breaking News

এখনও যে ১২ দেশে পৌঁছাতেই পারেনি প্রাণঘাতী করোনা

গত ৩১ ডিসেম্বর চীনে শনাক্ত হয়েছিল নতুন এক ভাইরাস, বিজ্ঞানীরা যার নাম দেন নভেল করোনাভাইরাস। নতুন এ ভাইরাসটি সহজেই মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ায় দ্রুত ব্যবস্থা নিয়েও আটকানো যায়নি এর সংক্রমণ। ফলাফল, মাত্র সাত মাসের মধ্যেই বিশ্বের প্রায় প্রতিটি কোণে পৌঁছে গেছে প্রাণঘাতী এ ব্যাধি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ১১৫ জন। মারা গেছেন ছয় লাখেরও বেশি মানুষ।

প্রাণঘাতী এ ভাইরাস এতটাই অপ্রতিরোধ্য যে, এক দেশে সংক্রমণ কমছে তো বেড়ে যাচ্ছে আরেক দেশে। যেখানে কমে গেছে বলে মনে হচ্ছে, সেখানে আবারও আঘাত হানছে এ মহামারি। এভাবে দেখতে দেখতেই বিশ্বের ১৮৮টি দেশে পৌঁছে গেছে নভেল করোনাভাইরাস।

তবে, বৈশ্বিক এ দুর্গতির মধ্যেও কিছু দেশ রয়েছে যেখানে এখনও মানুষজন নির্বিঘ্নে ঘোরাফেরা করছে। এসব দেশে এখনও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। এরকম কয়েকটি দেশ হলো-

১. কিরিবাতি
২. মার্শাল আইল্যান্ড
৩. মাইক্রোনেশিয়া
৪. নাউরু
৫. পালাউ
৬. সামোয়া
৭. সলোমন দ্বীপপুঞ্জ
৮. টোঙ্গা
৯. তুর্কমেনিস্তান
১০. টুভালু
১১. ভানাতু

করোনার সংক্রমণমুক্ত দেশের তালিকায় উত্তর কোরিয়ারও নামও আসে। তবে দেশটি সত্যিই করোনামুক্ত কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। কারণ, উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ তথ্য খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করে দেশটির সরকার, ফলে এসব তথ্য পাওয়া বর্হিবিশ্বের জন্য বেশ কঠিন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *