Breaking News

পাকিস্তানের মাদক চোরাচালানের সঙ্গে জড়িত বিসএএফ সদস্য আটক

পাকিস্তানি মদদে পরিচালিত একটি মাদক এবং অস্ত্র চোরাচালান গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে পাঞ্জাব পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই ঘটনায় আটক করা হয়েছে আরও চারজনকে।

পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়, আটককৃত বিএসএফ কনস্টেবলের নাম সুমিত কুমার। অন্য তিনজন হচ্ছেন সিমারজিত সিং আলিয়াস সিম্মা, মানপ্রিত সিং এবং আমানপ্রিত সিং।

ইতিমধ্যে তাদের বিরুদ্ধে পাঞ্জাবের কর্তারপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঞ্জাব পুলিশের কর্মকর্তা দিনকর গুপ্ত বলেন, ১১ জুলায় একটি হত্যা মামলায় আমানপ্রিত সিংকে জুলাই আটক করা হয়। তিনিই পাক-ভারত সীমান্তে মাদক চোরাচালানের বিষয়টি ফাঁস করেন।

তিনি জানান, শাহ মুসা নামের পাকিস্তানের একজন তাদের দিয়ে ভারতে মাদক ও অস্ত্রের চোরাচালান পরিচালনা করতেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *