Breaking News

করোনার ভুয়া রিপোর্ট প্রশ্নে চড়াও হলেন নাসিমা

রিজেন্ট হাসপাতালের ভুয়া করোনা রিপোর্টের শিকার হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। ভুক্তভোগী এসব মানুষের বিষয়ে কি সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য অধিদফতর, এমন প্রশ্নের জবাব পেতে শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরে যায় সময় টিম। এদিন দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করেও পাওয়া যায়নি ডিজি আবুল কালাম আজাদ কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে।

এসময় টেলিফোনে হাসপাতাল বিভাগের পরিচালক আমিনুল ইসলামকে ফোন করলে, তিনি জানান এ প্রশ্নের উত্তর দেয়ার এখতিয়ার এডিজি নাসিমা সুলতানার।

এরপর অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানার কাছে প্রশ্ন করা হয়, ভুয়া রিপোর্টের শিকার হওয়া মানুষদের জন্য পুনরায় কোভিড টেস্ট করোনার ব্যবস্থা নেবে কিনা অধিদফতর। প্রশ্নের জবাব না দিয়ে উল্টো সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি। চিৎকার করে তার রুম থেকে বের হয়ে যেতে বলেন সংবাদকর্মীদের। কোনো প্রশ্নের জবাব দেবেন না, সাফ জানান।

এ সময় তার রুমে থাকা দুজন অফিস সহকারী সময় সংবাদের ক্যামেরায় চিত্র ধারণে বাধা দেয় ও চিত্র সাংবাদিককে রুম থেকে বের করে দেয়।

পরে প্রতিবাদ করলে নিজের দুর্ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেন এডিজি নাসিমা সুলতানা। বলেন, চিন্তিত থাকায় মেজাজ ঠিক রাখতে পারেননি।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *