সীমান্তে উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে কিছুটা পিছিয়ে সেনা সরিয়েছে ভারত। উত্তেজনা কমাতে ‘বাফার জোন’ তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানা গেছে।
জানা গেছে, গালওয়ানে প্রায় এক-দু’কিলোমিটার পিছিয়েছে চীন সেনাও। তবে গালওয়ান নদীর তীরে এখনও পিপলস লিবারেশন আর্মির সাঁজোয়া গাড়ি রয়েছে।
ভারতীয় বাহিনীও আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে। গত ২২ এবং ৩০ জুন দুই সেনাবাহিনীর মধ্যে বৈঠকের পর এই সেনা পিছানো হলো।
এর আগে গত ১৫ জুন গালওয়ানে ভারত-চীনা সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। চীনেরও সেনা হতাহত হয়।