Breaking News

তিন বছররের শিশুর লাশ মিললো চালের ড্রামে

সিলেটের বিয়ানীবাজারে চাচির ঘরের চালের ড্রাম থেকে তিন বছর বয়সী এক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানা গেছে।

রোববার (৭ জুুন) সন্ধ্যায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে এ ঘটনা ঘটেছে। নি’হত ওই শিশু উত্তর আকাখাজানা গ্রামের খছরু মিয়ার ছেলে। আটকরা হলেন, শিশুটির চাচি সুমা বেগম (৪২) ও নাহিদ আহমদ (২৩)। তারা দুজন সম্পর্কে দেবর-ভাবি।

জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিকেলে খছরু মিয়ার ছোট ভাই রুনু মিয়ার স্ত্রী সুমা বেগমের ঘরের চালের ড্রামের ভেতর শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রোববার সন্ধ্যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর করসহ বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির চাচি ও এক চাচাকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *