নড়াইলের কালিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আলিম শেখ নামে এক মসজিদের মুয়াজ্জিন মারা গেছেন। গত শনিবার রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের মসজিদের মোয়াজ্জিন মো. আলিম শেখ (৬০) ১৪ মে করোনায় আক্রান্ত হন। প্রথমে বাড়িতে চিকিৎসা নেন তিনি। পরে তিনি খুলনার একটি হাসপাতালে ভর্তি হন এবং শনিবার রাতে তার মৃত্যু ঘটে।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজল মল্লিক জানান, শেখ আলিম প্রথমে করোনা পজিটিভ হলেও পরপর দুবার করোনা নেভেটিভ রিপোর্ট আসে। মূলত তিনি যক্ষা জনিত কারণে মারা গিয়েছেন।
একই মন্তব্য করেছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা।
তবে নড়াইল সিভিল সার্জন অফিসের প্রাত্যহিক রিপোর্টে (সিভিল সার্জন স্বাক্ষরিত) তার করোনায় মৃত্যু দেখানো হয়েছে।
এ বাপারে সিভিল সার্জন ডা. মোঃ আবদুল মোমেন বাংলাদেশ জার্নালকে বলেন, মৃত মুয়াজ্জিনের করোনা পজিটিভ ছিলো। তাকে আমরা খুলনার একটি হাসপাতালে পাঠাই। সেখানে শনিবার রাতে তার মৃত্যু হয়।
জানা গেছে, নড়াইলে এ পর্যন্ত ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৯ জন। বর্তমানে আক্রান্ত রয়েছেন ১০ জন। এদের মধ্যে সদর উপজেলায় ১ জন, লোহাগড়া উপজেলায় ৮ জন এবং কালিয়া উপজেলায় ১ জন আক্রান্ত রয়েছেন।
এছাড়া কালিয়ায় ২ জন করোনায় মারা গিয়েছেন। গত ৯ মে কালিয়া উপজেলার চোরখালি গ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেন।