ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে বন্দুকযুদ্ধে ৫ স্বাধীনতাকামী নিহত হয়েছেন। রবিবার সোপিয়ানে ভারতীয় বাহিনীর ৬ ঘণ্টাব্যাপী অভিযানে এই প্রাণহানির ঘটনা ঘটে।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘অপারেশন সোফিয়ানে ৫ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। ভালভাবে অপারেশন করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোপিয়ানের এক পুলিশ কর্মকর্তা বলেন, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার রেবান এলাকা চারদিক থেকে ঘিরে অভিযান শুরু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য নিশ্চিত হয়ে সকালের দিকে এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, তল্লাশি অভিযানের সময় সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়। পরে আইন-শৃঙ্খলাবাহিনীর পাল্টা গুলিতে ৫ সন্ত্রাসী নিহত হয়। মৃতদের তালিকায় হিজবুল মুজাহিদিনের কমান্ডার ফারুক আসাদও রয়েছেন।
ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানের সময় সন্ত্রাসী নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর-নিক্ষেপ করে। পরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও নিরাপত্তাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ওই কর্মকর্তা।