মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে মজুদকৃত ৬০০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকালে উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবু কালামের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।
অভিযুক্ত আবু কালাম জানান, তিনি মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানিতে সহকারী অপারেটরের চাকরি করেন। সেই সুবাদে অত্র প্রতিষ্ঠানের কর্মরত আনসার সদস্যদের নিকট থেকে তিনি ও তার ভাই আবুল হোসেন ১০ বস্তা করে ২০ বস্তা চাল কিনে আনেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, গোপন তথ্যর ভিত্তিতে উপজেলা পরিষদের পাশে অবস্থিত আবু কালাম ও অটোরিকশাচালক আবু হোসেনের বাড়ি থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২০ বস্তা (৬’শ কেজি) চাল জব্দ করা হয়। তবে তারা চালগুলো ক্রয় করে এনেছেন বললেও কোনও প্রকার রশিদ দেখাতে পারেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর জানান, আপনারা ঘটনাস্থলে গিয়ে প্রমাণসহ আমাকে জানান। যথাযথ ব্যবস্থা নেয়া হবে।