মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। তিনি গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (মিরপুর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন। রোববার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গেল কয়েকদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসানউল্লাহ হাসান।
বিএনপি নেতাদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।