Breaking News

চট্টগ্রামে এক মাসের কারফিউ চায় নগর বিএনপি

চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ চায় নগর বিএনপি। রোববার (৭ জুন) দুপুরে কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে নগর বিএনপির সংবাদ সম্মেলনে এ দাবি জানান নগর বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। করোনার আগাম সংবাদ পাবার পরও তারা কোন ধরনের প্রস্তুতি নিতে পারেনি। পোশাক কারখানা ও দোকানপাট খুলে দিয়েছে। এতে সরকার দেশকে করোনার ঝুঁকির মধ্যে ফেলেছে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর চট্টগ্রাম এখন হটস্পটে পরিণত হয়েছে। তাই চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে এক মাসের কারফিউ জারি করা উচিত।

এ সময় বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন নগর বিএনপির উপদেষ্টা জাহিদুল করিম কচি, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *