Breaking News

পালিত ছেলে মসজিদের ইমামের হাতে খুন হন স্বপরিবারে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা

পাবনায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে স্বপরিবারে হত্যার ঘটনায় ফায়ার সার্ভিস মসজিদের ইমাম তানভীর (২৫) নওগা জেলা মহাদেবপুর থানা হরিপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার এবং হত্যায় জড়িত থাকার স্বীকোরোক্তি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। আজ পুলিশ লাইন মিলনায়তেন সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

উল্লেখ্য, পাবনা শহরে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার পর বাড়িতে লুটপাট চালিয়েছে দূবত্তরা। শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে পুলিশ প্রতিবেশীদের নিকট থেকে খবর পেয়ে শহরের দিলালপুরের একটি বাড়ির মূল ফটক ভেঙে এই তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬৫), তার স্ত্রী ছুম্মা খাতুন (৬০) এবং মেয়ে সানজিদা খাতুন জয়া (১৪)।

শহরের দিলালপুরএলাকার ফায়ার সাভিস ষ্টেশনের পশ্চিম পাশের একটি দোতলা বাড়ির নিচ তলায় সপরিবারে ভাড়া থাকতেন আব্দুল জব্বার। বাড়িটিতে অন্য কেউ বসবাস করতেন না। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিকেল ৩ টার দিকে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে আব্দুর জব্বার এবং তার স্ত্রী ও অপর একটি কক্ষ থেকে মেয়ে সানজিদার মরদেহ উদ্ধার করে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *