Breaking News

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, মােটর সাইকেল ভাংচুর, আ’হত ১০

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সালিশি বৈঠককে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আ’হত হয়েছে।

এঘটনা উপজেলা যুবলীগ নেতা জয়কে গুরুতর আ’হত অবস্থায় বেলকুচি হাসপাতালে ও স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামাল আহম্মেদকে এনায়তপুরের বেতিল ড্যাফোডিল ক্লিনিক এবং অন্যদের বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়ছে। সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৪০ টি মােটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জোকনালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী উম্মে জহুরার বাড়ীর সামনে একটি খাস পুকুর পরিস্কার করা নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলামের দ্বন্ধ হয়। বিষয়টি নিয়ে শনিবার (৬ জুন) ৩ টায় সালিশ বৈঠক ডাকা হয় জোকনালা বাজারে। ঘণ্টা খানেক আগেই রফিকুল ইসলামের পক্ষে উপজলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে শ-খানেক লোকজন হাজির হয়।

সালিশ কাজ বিলম্বিত হওয়ায় তারা প্রায় অর্ধশত মাটরসাইকেল নিয়ে ফিরে সগুনা চৌরাস্তা মােড় পৌছলে তখন বিপরীত দিক থেকে শিক্ষিকা উম্মে জহুরার পক্ষ নিকট আত্মীয় জেলা পরিষদের সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নেতৃত্বে শতাধিক মােটর সাইকেল তিনটি ট্রাক ভর্তি লােক নিয়ে মুখোমুখি হয়। তখন উভয়পক্ষের লােকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বাঁধে।

এসময় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের পক্ষের উপজেলা স্বেছাসবকলীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদসহ কয়েকজন আ’হত হন। অপরদিকে রেজা গ্রুপের যুবলীগের জয়, নাজমুল, মেহেদী, রিপন, লিটন, কামরুল সহ কয়েক জন গুরুতর আ’হত হয়। উভয় মিলে অন্তত ১০ জন আ’হত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের প্রায় ৪০টি মােটর সাইকেল ভাংচুর করা হয়।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আ’হতদের মধ্যে রেজা গ্রুপের যুবলীগের নেতা জয়ের অবস্থা আশঙ্কাজনক। স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল আহম্মেদকে স্থানীয় ড্যাফডিল হাসপাতালে থেকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুনেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে রেজা গ্রুপের গুরুতর আ’হতদের বেলকুচি উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজগঞ্জ শেখ ফজিলাতুনেছা মুজিব জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বেলকুচি থানার ওসি আনােয়ারুল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো আমরা কােন অভিযােগ পাইনি। অভিযােগ পেলে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *