Breaking News

করোনা ভাইরাসের সঙ্গে বাস করতে হবে দীর্ঘদিন: রুহানি

দেশবাসীকে সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাস ১৫ দিন কিংবা এক মাসের ভেতর চলে যাচ্ছে এমনটি ভাবার কারণ নেই।

ইরানের করোনাভাইরাস টাস্কফোর্সের সঙ্গে সাপ্তাহিক বৈঠক সেরে রাষ্ট্রীয় টেলিভিশনে রুহানি বলেন, ‘কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ অবশ্যই দীর্ঘদিন মেনে চলতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিন্ন নির্দেশ আসার আগে আমাদের সব ধরনের জমায়েত বন্ধ করতে হবে; এটি বিয়ে হতে পারে, শোকানুষ্ঠান হতে পারে অথবা পারিবারিক বেড়ানো হতে পারে।’

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ খবর অনুযায়ী, নতুন এই রোগটিতে সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৪২৫ জন। মোট মারা গেছেন ৮ হাজার ২০৯ জন।

কিছুদিন আগে ইরানের ৩১টি প্রদেশেই প্রায় স্বাভাবিক চলাচল শুরু হয়। উঠে যেতে থাকে সব বিধিনিষেধ। কিন্তু মে মাস থেকে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় রুহানি চিন্তিত।

ইরানের সরকারি দাবি নিয়ে অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশ্ন আছে। গত মাসে দ্য গার্ডিয়ান জানিয়েছিল, দেশটিতে আরও অনেক বেশি মানুষ মারা গেছেন বলে বিশ্লেষকদের শঙ্কা।

তবুও রুহানি বলছেন, ‘দ্বিতীয় পথ খোলা নেই। দেশজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই চালু থাকবে।’
গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে সেখানে ভয়াবহ অবস্থা শুরু হয়।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *