Breaking News

টাঙ্গাইলে ফাঁসিতে ঝুলে মাদ্রাসা শিক্ষকের আত্মহ’ত্যা

টাঙ্গাইলের সখীপুরে ফাঁসিতে ঝুলে মাওলানা শেখ ফরিদ (৪৫) নামের এক মাদ্রাসার শিক্ষক আত্মহ’ত্যা করেছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার বোয়ালী পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নি’হত শেখ ফরিদ বোয়ালী হামিউস্ সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের মৃত ছলিম উল্লাহর ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বেড় হয়ে বোয়ালী বাজারের চাস্টলে চা পান করে তার নিজ কর্মস্থল বোয়ালী হামিউস্ সুন্নাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসায় যান। দুপুর ২টার দিকে স্থানীয় এক দোকানদার ওই মাদরাসার সামনে পানি আনতে গেলে দরজার ফাঁক দিয়ে শিক্ষককে অফিসরুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সখীপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আজিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তিনি আত্মহ’ত্যার প্রমাণ পান বলে জানান।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *