Breaking News

৫২০ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

হবিগঞ্জে আবু সাঈদ সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে ৫২০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটক সোহাগ সদর উপজেলার পইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ও তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকায় কয়েকজন মাদ’ক ব্যবসায়ী ইয়াবা পাচার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল। এ সময় সেখান থেকে মাদ’ক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে র‌্যাব। তার দেহ তল্লাশি করে ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়। র‌্যাব তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে।

আবু সাঈদ সোহাগ একজন পেশাদার মাদ’ক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব। শনিবার (৬ জুন) সকালে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *