সম্প্রতি ভারতে এক অন্তঃসত্ত্বা হাতিকে হত্যার প্রতিবাদে চলছে সমালোচনার ঝড়। হাতিটি মারা যাওয়ার পরই অভিযোগ ওঠে বাজির বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে মৃত্যু হয়েছে তার।
ঘটনার পর তদন্তে নামে প্রশাসন। এতে বেড়িয়ে আসে নতুন তথ্য। বলা হচ্ছে, আনারস নয়, বাজি ভর্তি নারকেল খেয়েছিল ঐ হাতি। কেরালা রাজ্যের পালাক্কড় জেলায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার টুইটারে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, এ ঘটনার তদন্ত করে বিচার করা হবে।
এনডিটিভির খবরে বলা হয়, এই মামলায় প্রথম আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম উইলসন। বয়স ৪০। তিনি একজন রাবার চাষি। মামলার অপর দুই সন্দেহভাজন এখনো পলাতক।
মান্নারকড় বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার এনডিটিভিকে বলেন, ‘এই মামলায় প্রথম আসামিকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে ঐ ব্যক্তিকে সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি বিস্ফোরক তৈরিতে দুই ব্যক্তিকে সহায়তা করতেন।’
স্থানীয়ভাবে তৈরি করা হয় এসব বিস্ফোরক। এসব বিস্ফোরক ফলের মধ্যে বা পশুর চর্বিতে ভরে দেন স্থানীয়রা। বুনো প্রাণীকে ভয় দেখানোর জন্য এবং ফসল রক্ষার জন্য এমনটি করা হয়।
বন কর্মকর্তারা জানান, হাতিটি নারকেল ভেঙে বিস্ফোরক পদার্থসহ একটি অংশ খেয়ে ফেলেছিল। এতে তার মুখ ক্ষতবিক্ষত হয়।
হাতিটি মুখের গুরুতর জখম নিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। কিন্তু কারো ক্ষতি করেনি। একপর্যায়ে যন্ত্রণা থেকে মুক্তি পেতে নদীতে গিয়ে শুঁড় ডুবিয়ে দাঁড়িয়ে থাকে।
শেষপর্যন্ত পালাক্কাড়ের ভেলিয়ার নদীতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যায় সে। পানি বা কোনও খাবার খেতে না পেরে দুর্বল হয়ে পড়েছিল।