Breaking News

সিলেটের সাবেক মেয়র কামরানের অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে তাকে শহরের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, আজ সকাল ১১টার দিকে বদরউদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বমি হচ্ছে এবং জ্বর আছে। তাকে কেবিনেই রাখা হয়েছে।

শুক্রবার এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে বদরউদ্দিন আহমদ কামরানের করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে গত ২৭ মে তার স্ত্রী সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

উল্লেখ্য বদর উদ্দিন আহমদ কামরান ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং তার স্ত্রী আসমা কামরান মহিলা আওয়ামী লীগের সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *