Breaking News

ভারতে একদিনে আক্রান্ত প্রায় ১০ হাজার

ভারতে করোনা সংক্রমণ কিছুতেই যেন থামানো যাচ্ছে না। প্রতিদিনই সেখানে মৃত্যুর নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। এখন অব্দি এটিই সে দেশে একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, দেশটিতে বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৮৫১ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৭৭০।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে আরও ২৭৩ জন। ফলে ভারতে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৯ হাজার ৪৬২ জন। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লাখ ১০ হাজার ৯৬০ টি।

ভারতে সর্বাধিক করোনা সংক্রামিত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত প্রায় ৭৭ হাজার। মৃত্যু হয়েছে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষের।

এরপরেই তালিকায় নাম তামিলনাড়ূর। সেখানে মোট আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে, মৃত ২০০ জনের বেশি।
আক্রান্তের বিচারে দিল্লি রয়েছে তৃতীয় নম্বরে সেখানে আক্রান্ত প্রায় ২৩ হাজার মানুষ। মৃত্যুতে তামিলনাড়ুকে টেক্কা দিয়ে সংখ্যাটা ৬০০ পার করে ফেলেছে দিল্লি। চতুর্থ স্থানে রয়েছে গুজরাট ও পঞ্চম স্থানে রাজস্থান।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *