Breaking News

স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহ’ত্যা

নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে সারোয়ার (২৫) নামের এক যুবক আত্মহ’ত্যা করেছে।সে উপজেলার ফুটকইল মনিহারপাড়ার আইয়ুব আলীর ছেলে। ওই যুবক উপজেলা সদরের লাবনী সুপার মার্কেটে বেশকিছু দিন ধরে সারোয়ার “কিংস টেইলার্স” এর মালিক ছিলেন।

জানা গেছে, সারোয়ার কয়েক বছর ধরে ওই মার্কেটে দর্জির ব্যবসা করে আসছিল, এরই মধ্যে ব্যবসা চালাতে গিয়ে সে বিভিন্ন ব্যাংক, এনজিও’র নিকট থেকে মোটা অংকের ঋণ গ্রহণ করেন। বর্তমানে করোনার ভাইরাসের প্রভাবে ব্যবসায় বড় ধরণের ক্ষতি হওয়ায় ধার দেনা শোধ করতে না পেরে সে মানসিক চাপে ভুগছিল।

প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে সে তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরে সাংসারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় এবং এই মনোমালিন্যের ঘটনাকে কেন্দ্র করে সারোয়ার তার স্ত্রীর উপর অভিমান করে রাত্রি ১০টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়। রাতেই পরিবারের অন্য সদস্যরা অনেক জায়গায় তার খোঁজ খবর নেয় কিন্তু তাকে পায় না।

সকালে গ্রামবাসী তাদের বাসার অদুরে একটি আমবাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে তার বাবা-মা আত্নীয় স্বজনরা দ্রুত ঘটনাস্থালে যায়। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই আত্মহ’ত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও ওসি জানিয়েছেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *