Breaking News

সিংড়ায় ইয়াবাসহ গ্রেফতার সেই যুবলীগ নেতা বহিষ্কার

নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অপরাধে তাকে বহিষ্কার করে উপজেলা যুবলীগ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি তাদের ফেসবুক পেইজে আপলোডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

পরে তাদের ফেসবুক পেইজে অভিনন্দনের ঝড় উঠে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত। এ কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় যুবলীগের গঠনতন্ত্রের ২২ এর ক নং ধারা মোতাবেক উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার আশিককে দল থেকে অব্যাহতি দিয়ে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাটোর জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হল।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান যুগান্তরকে বলেন, নৈতিকতা ও সমাজবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের যুবলীগে কোনো স্থান নেই।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ১৯৫ পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আবুল বাশার আশিককে গ্রেফতার করে সিংড়া থানায় হস্তান্তর করেছে র‌্যাবসদস্যরা।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *