সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৫ মে) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
এর আগে সাবেক এই মেয়রের স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত হন। গত ২৮ মে নমুনা পরীক্ষায় কামরানের স্ত্রী আসমা কামরানের করোনাভাইরাস শনাক্ত হলেও সেদিন বদর উদ্দিন আহমদ কামরানের ফলাফল নেগেটিভ এসেছিল।
আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বদরউদ্দিন আহমদ কামরানের জ্যেষ্ঠ পুত্র ডা. আরমান আহমদ শিপলু। তিনি বলেন, ‘আব্বার অবস্থা এখন ভালো আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। জ্বরের কারণে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি বাসায় আছেন।’
নিজের ও স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।