টাঙ্গাইলে মির্জাপুরে বাবার চোখের সামনে ট্রাকচাপায় ছেলে নিহত, নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশ সদস্য, বরিশালে এক নারী, নড়াইলে ভ্যানচালক, ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হেলপার, ঈশ্বরদীতে বাইসাইকেল আরোহী ও এক বৃদ্ধ এবং নওগাঁর মান্দায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো সংবাদে-
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে বাবার সামনে এইচএসসি পরীক্ষার্থী ছেলে মাজেদুর রহমানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদুর রহমান নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়নের উরাডাব গ্রামের শহিদুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে বাবা শহিদুর রহমানকে নিয়ে নাগরপুরের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন মাজেদুর।পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী ইউনিয়নের পাকুল্যা ফিলিং স্টেশনের সামনে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মাজেদুর সড়কে এবং তার বাবা শহিদুর সড়কের পাশে ছিটকে পড়েন।
এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই ছেলের মৃত্যু হয়। তিনি সামান্য আহত হলেও চোখের সামনে ছেলের মৃত্যু তাকে পাথর বানিয়ে দিয়েছে।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও ঘাতক বাসটি আটক করতে পারেনি। নিহত মাজেদুর এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সোনারগাঁ উপজেলায় ট্রাকচাপায় পুলিশ সদস্য আব্দুল হান্নান (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ তা নিশ্চিত করে।
রাতে দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় নিহত হন ওই পুলিশ সদস্য। নিহত আব্দুল হান্নান মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে। তিনি তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রাতে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের অন্য সদস্যদের সঙ্গে ডিউটিতে বের হন পুলিশ সদস্য হান্নান। এ সময় ফাঁড়ির নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিতে ডিউটি করেন তারা। পরে বৃহস্পতিবার ভোরের আগে এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় একটি মালবাহী ট্রাক পুলিশের ডিউটিরত সিএনজিটিকে ধাক্কা দিলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা অন্য পুলিশ সদস্যরা গুরুতর আহত হন।
এদিকে নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে সিএনজি অটোরিকশা দিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা ঝুঁকিতে থাকেন বলে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য পুলিশ সদস্যরা।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে ডিউটিরত অবস্থায় মালবাহী ট্রাক চাপা দিলে এক পুলিশ সদস্য মারা যান। ঘাতক চালকসহ ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
বরিশাল প্রতিনিধি জানান, জেলার হিজলা উপজেলার হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে ইট বহনকারী ট্রলিচাপায় মারুফা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
এসময় তার স্বামী মো. ছমির (৬০) গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি উপজেলার হরিনাথপুরের পশ্চিমকান্দি এলাকায়।
হিজলা থানা পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, সকালে মো. ছমির তার স্ত্রী মারুফা বেগমকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। হরিনাথপুর বাজার সংলগ্ন সড়কে গেলে বেপরোয়া গতির একটি ইট বহনকারী ট্রলি তাদেরকে চাপা দেয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারুফা বেগমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. ছমিরের অবস্থা আশঙ্কাজনক। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক ট্রলি চালককে আটকে অভিযান চলছে। পাশাপাশি নিহত মারুফা বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নড়াইল প্রতিনিধি জানান, শহরের শেখ রাসেল সেতুর পূর্বপ্রান্তে ইট বোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যানচালক আলম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম যশোরের ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ জানায়, যশোর থেকে প্লেনসিট নিয়ে নড়াইলের লোহাগড়ায় যাওয়ার পথিমধ্যে শেখ রাসেল সেতুতে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলম নিহত হয়।
নড়াইল সদর থানা পুলিশের ইন্সপেক্টর শিমুল দাস জানান, এ দুর্ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বালু ভর্তি একটি মাহিন্দ্র ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুল (১৮) নামের এক হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানান ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী।
নিহত হেলপার আসাদুল (১৮) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের হোসেন আলীর ছেলে। এসময় আহত হয় মাহিন্দ্র ট্রাক্টরের চালক আনারুল ইসলামসহ (৩০) ট্রাক্টরে থাকা আরেক হেলপার। তাৎক্ষণিকভাবে তার নাম যানা যায়নি।
সদর থানার পুলিশ জানায়, দুপুরের দিকে একটি মাহিন্দ্র ট্রাক্টরে করে তিনজন মিলে বালু নিয়ে যাচ্ছিলেন পীরগঞ্জের দিকে। প্রতিমধ্যে জামালপুর ইউনিয়ন পরিষদের সমানে ট্রাক্টরটি হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে পুকুরের পাশে গিয়ে পড়ে। এসময় বালু চাপায় পড়ে হেলপার আসাদুল।
পরে স্থানীয়রা চালক ও দুইজন হেলপারকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তবরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মাহিন্দ্র ট্রাক্টরটি চালক ও আরেকজন হেলপার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড়ের কাঁঠালতলা এলাকায় ট্রাকচাপায় বিপুল সরদার (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে পাবনা-পাকশি বগামিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল ওই ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে। তিনি ঈশ্বরদী বাজারে ইলেক্ট্রনিকস একটি শো-রুমে কাজ করতেন বলে জানা গেছে।
সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকীর জানান, ছিলিমপুর মোড় থেকে সকালে বাইসাইকেল চালিয়ে মন্ত্রীমোড় হয়ে নিজ বাড়ি ফিরছিলেন বিপুল। এসময় পাবনা থেকে পাকশি রূপপুরমুখী একটি ড্রামট্রাক বিপুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
অপরদিকে, বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী রেলওয়ে গেটের কাছে খুলনা-রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুর রশিদ (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।
জানা গেছে, রেললাইনের উপর দিয়ে স্টেশন অভিমুখে যাওয়ার সময় পেছন থেকে ট্রেন এসে পড়লে তিনি কাটা পড়েন। ঘটনার পরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, জেলার মান্দায় পিকআপের ধাক্কায় নয়ন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে উপজেলার হাজী গোবিন্দপুর মোড় (মুক্তিযোদ্ধা মেমোরিয়াল গার্লস স্কুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মান্দা উপজেলার চকভোলাই গ্রামের সাহেব আলীর ছেলে।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, দুপুরে নয়ন ও তার সহযোগী মোটরসাইকেলযোগে মান্দা উপজেলার ফেরিঘাট থেকে মান্দার দেলুয়াবাড়ি হয়ে বাড়িতে যাচ্ছিলেন।
তারা উপজেলার হাজীগোবিন্দপুর মোড় এলাকায় পৌঁছালে রাজশাহীর দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান নয়ন। গুরুত্বর আহত তার সহযোগীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।