কুড়িয়ে পাওয়া অাড়াই লাক্ষ টাকা মালিককে ফিরিয়ে দিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে অবতীর্ণ ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করলেন পিরোজপুর নেছারাবাদ ( স্বরূপকাঠি) থানার এএস আই হুমায়ুন কবির।
আজ বৃহস্পতিবার (৪ মে) সকাল ৮ টার দিকে উপ- সহকারি পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির বাজার ডিউটি শেষে থানায় অাসার পথে থানা সংলগ্ন একটি ব্রিজের পার্শ্বে রাস্তার উপর আড়াই লাক্ষ টাকা কুড়িয়ে পান। এরপর তিনি আশপাশের লোকজনের কাছে হারানো টাকা কুড়িয়ে পাওয়ার বিষয়ে অবহিত করেন।
এদিকে টাকা হারিয়ে পোল্ট্রি খামারের মালিক সুজন সিকদার পাগলের ন্যায় বিভিন্ন স্থানে ঘুরে ব্রিজের রাস্তায় এসে লোকজনের কাছে টাকার সন্ধান পান। থানায় গিয়ে সুজন সিকদার উপযুক্ত প্রমান দেয়ায় হারানো টাকা তাকে বুঝিয়ে দেন এএসআই হুমায়ুন কবির।
এএসআই হুমায়ুন কবির জানান, স্বরুপকাঠী উপজেলার জলাবাড়ি গ্রামের পোল্ট্রি খামার ব্যবসায়ী সুজন সিকদার পোল্ট্রি সামগ্রী কেনার জন্য ব্যাগে করে ওই টাকা নিয়ে ইন্দির হাট যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তায় সুজনের অাড়াই লাক্ষ টাকা হারিয়ে যায়। হারানো টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করছি।