চট্টগ্রামে তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে ১৪০ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত তিন হাজার ৫৩৭ জন। এছাড়া এইদিন চট্টগ্রামে এক চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (০৩ জুন) সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ১৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজেটিভ শনাক্ত হয় ২৯ জন। এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২২৬ টি নমুনা পরীক্ষা করে ৭৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে ১৪৬ টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন করোনা পজেটিভ পাওয়া যায়।
তাছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি এইদিন।
তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৮৬ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ৫৪ জন বিভিন্ন এলাকার বাসিন্দা।
এদিকে, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত এক চিকিৎসকসহ তিন জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডা. এহসানুল করিম চমেক হাসপাতাল এবং অন্য দুই জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ৮৬ জন।