Breaking News

কাশ্মীরে নির্যাতন বন্ধের আহ্বান ১৫ বৃটিশ এমপির

জম্মু-কাশ্মীরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোন এনে এর প্রতিবাদ জানিয়েছেন ১৫ জন বৃটিশ এমপি। তাদেরকে বিষয়টিতে যুক্ত করেছেন কুয়েত ও বাহরাইনের কিছু আইনজীবী। সম্মিলিত এ দলটি কাশ্মীরের জনগণের চাওয়া অনুযায়ী অঞ্চলটির সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন।

এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক দ্য নিউজ। খবরে বলা হয়েছে, বৃটিশ এমপিরা পাকিস্তান কর্তৃক দখলকৃত কাশ্মীরের অন্য আরেক অংশ ‘আজাদ কাশ্মীরের’ প্রেসিডেন্ট সরদার মাসুদ খানকে আশ্বস্ত করেছেন। তাকে বলা হয়েছে যে, এই এমপিরা ভারতীয় কাশ্মীরের বিষয়ে বৃটিশ পার্লামেন্টে অভিযোগ তুলবেন। তবে কাশ্মীরের পাকিস্তান দখলকৃত অংশের মানবতাবিরোধী কাজ নিয়ে তারা কিছু বলেনি। মঙ্গলবার তেহরিক-ই-কাশ্মীর নামের একটি সংস্থা একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করে।

এতে যোগ দিয়েই এসব কথা বলেন ওই বৃটিশ এমপিরা। সম্মেলনে আজাদ কাশ্মিরের প্রেসিডেন্ট ছাড়াও বৃটিশ এমপি রেবেকা লং-বেইলে, ক্রিস স্টিফেন্স, মাইক উড, ট্রাসি বারবিন, কেট গ্রিন, পল ব্রিস্টো, খালিদ মাহমুদ, ইয়াসমিন কোরেশি, হিলারি বেন, মোহাম্মদ ইয়াসিন, লিলিয়ান গ্রিনউড, সারাহ ওয়েন, রাচেল হপকিন্স ও আফজাল খান অংশ নেন। এতে সভাপতিত্ব করেন তেহরিক-ই-কাশ্মীর ইউকে’র প্রেসিডেন্ট ফাহিম কিয়ানি। এছাড়াও বিভিন্ন দেশ থেকে মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য রাখেন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *