নামে নামে যমে টানে। বিষয়টি যেন আবারও প্রমাণিত হলো। শুধু বাবা ও নিজের নামের সঙ্গে মাদক মামলার এক আসামির নামের মিল থাকায় তিন মাস ধরে জেল খাটছেন শারীরিক প্রতিবন্দ্বী যুবক রুবেল। দ্রুত মুক্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।
নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতার করার ঘটনায় ভুল স্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি। এদিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
অপরাধ না করেও শুধু নামের মিল থাকায় তিন মাস ধরে জেল খাটছেন চাঁপাইনবাবগঞ্জের পঙ্গু রুবেল। মাদক মামলার আসামি রুবেলকে ধরতে গিয়ে আসামি ও তার বাবার নামের সঙ্গে মিল থাকায় গ্রেফতার করা হয় পঙ্গু রুবেলকে। বিষয়টি বারবার বলা হলেও আমলে নেয়নি পুলিশ।
শিবগঞ্জ থানার ওসির দাবি, নামের মিল থাকায় এ ভুল হয়েছে। তিনি বলেন, একই গ্রাম, নাম ও বাবার নাম সবই এক। এজন্য ভুলটা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে পঙ্গু ছেলের মুক্তি চেয়েছেন তার পরিবার।রুবেলের বাবা বলেন, তিন মাস ধরে আমার ছেলেটা জেল খাটছে। আমি বিচার চাই। ক্ষতিপূরণ চাই।ঘটনাটি গড়িয়েছে উচ্চ আদালতেও। নির্দেশ দেয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্তের।
বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আদালত চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন, দ্রুত বিষয়টি যেন আইনগত ব্যবস্থা নোঁ হয় এবং নির্ধারিত সময়ে আদাতলকে যেন অবহিত করা হয়।
গত ১০ মার্চ রাতে মাদক মামলায় শিবগঞ্জের জামাইপাড়া গ্রাম থেকে নিরাপরাধ রুবেলকে গ্রেফতার করা হয়।