করোনা টেস্টে নেগেটিভ। তারপরও রোগীকে রাখা হয় হাসপাতালের করোনা ইউনিটে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মুক্তিযোদ্ধা ওই রোগী মারা যান আগুনে পুড়ে। শুধু তাই নয় রোগী মারা যাওয়ার পর দেড় লাখ টাকার বিলও পাঠানো হয় পরিবারের কাছে।
এসবের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আর তথ্যমন্ত্রী বলছেন, আগুনে ৫ জনের মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না।
ভেরনোন অ্যান্থনি পল। ১৭ মে অসুস্থ হয়ে পড়েন বাসায়। করোনার কারনে দুটি হাসপাতাল ঘুরে ঠাঁই হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল। করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পরও তাকে ফেলে রাখা সেখানকার করোনা ইউনিটে। কিন্তু ২৭ মের অগ্নিকান্ডে পুড়ে মারা যান তিনি।