Breaking News

তিন মাস পর করোনায় মৃত্যুবিহীন দিন দেখল স্পেন

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে যে স্পেন, সেই দেশটির জন্য এমন সুখবর অভাবনীয়ই বটে। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই সময়ের মধ্যে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২০৯ জনের শরীরে। গত ৪ মার্চ সেই যে মৃত্যুর মিছিল শুরু হয়েছিল দেশটিতে, তা এসে থামল ১ জুনে। অর্থাৎ প্রায় তিনমাস পর গতকালই কেউ মারা যাননি কোভিড-১৯ আক্রান্ত হয়ে।

নতুন করে কারো প্রাণহানি না ঘটায় স্বস্তিতে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। নতুন করে যাতে আবারও মৃত্যুর মিছিল শুরু না হয়, সে 0জন্য কোমর বেঁধে নেমেছেন তাঁরা। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী চতুর্থ স্থানে রয়েছে স্পেন। আজ মঙ্গলবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৮৬ হাজার ৭১৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬২ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে ৬১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ৩ মার্চ করোনাভাইরাসে স্পেনে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। এর দুদিন পর তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়। এরপরই শুরু হয় মৃত্যুঝড়। দেশটিতে হু-হু করে বাড়তে থাকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২ এপ্রিল দেশটিতে একদিনে সর্বাধিক ৯৫০ জনের মৃত্যু হয়।নভেল করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর গত রোববার, অর্থা‍ৎ ৩১ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।গত ৩ মার্চের পর এই প্রথম স্পেনে করোনায় মৃতের সংখ্যা শূন্যতে নেমে এলো। এ বিষয়ে স্পেনের জরুরি স্বাস্থ্যসেবার প্রধান ফার্নান্দো সিমন বলেছেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়। মহামারির মধ্যে আমরা এখন ভালো অবস্থানে রয়েছি। আমরা সঠিক দিকে এগোচ্ছি।’

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *