ফটিকছড়ি উপজেলার হাজারিখিল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের দেখে পালানোর চেষ্টাকালে নিবারণ চাকমা (৩৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। এই সময় তার ফেলে যাওয়া বস্তা থেকে উদ্ধার করা হয়েছে ১৬ কেজি গাঁজা।
সোমবার (০১ জুন) দুপুরে হাজারিখিল বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক নিবারণ চাকমা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দাদংগছড়া এলাকার জয়কুমার চাকমার ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বাংলানিউজকে বলেন, হাজারিখিল বাজারে র্যাবের গাড়ি দেখে এক যুবক একটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে বাজারে তার ফেলে যাওয়া বস্তা খুলে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
নিবারণ চাকমা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিলেন বলে জানান মো. মাহমুদুল হাসান মামুন।