কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে। রোববার রাত ৯টায় উপজেলার অনন্তপুর বালাবাড়ী সীমান্তে এ ঘটনার পর প্রতিবাদ জানিয়েছেন বিজিবি।
বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার ৯৪৫/১ নং আন্তর্জাতিক পিলারের নিকট দিয়ে উভয় দেশের ১৪/১৫ জনের মাদক চোরাকারবারী কাঁটাতারের ওপর দিয়ে মাদক (গাঁজা) নিয়ে আসার চেষ্টা করে। এ সময় কাঁটাতারের বাইরে টহলরত ভারতের ১৯২ বিএসএফ ব্যাটালিয়নের ঝিকরি ক্যাম্পের বিএসএফ সদস্যদের ঘিরে ফেলে মাদক চোরাকারবারীরা। সে সময় কাঁটাতারের পাশে জড়ো হওয়া মাদক চোরাকারবারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি বর্ষণ করে।
এ সময় বাংলাদেশি মাদক ব্যবসায়ী সাইফুর ইসলাম নামের এক যুবকের ডান হাতের কব্জিতে গুলি লেগে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তার সঙ্গে থাকা মাদক চোরাকারবারীরা মাদকের পোটলা ফেলে সাইফুরকে নিয়ে পালিয়ে আসে।
আহত সাইফুর অনন্তপুর বালাটারী গ্রামের আ. সামাদের ছেলে। তাকে রংপুরে গোপনে চিকিৎসার দেয়া হচ্ছে।
এ ব্যাপারে অনন্তপুর সীমান্তে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ঝিকরি ক্যাম্প পরিদর্শক রাজেন্দ্র যোসি ও অনন্তপুর ক্যাম্পের নায়েক সুবেদার জহুরুল ইসলাম নেতৃত্ব দেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম পিএসসি জানান, সীমান্তে এক রাউন্ড গুলি হয়েছে। গুলিবিদ্ধ যুবককে জন প্রতিনিধিদের মাধ্যমে খোঁজা হচ্ছে।