Breaking News

সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

করোনা রোধে বিধি নিষেধ অমান্য করায় ৬০০ ডলার জরিমানা করা হয়েছে রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিক অরবানকে।

আল জাজিরা জানায়, একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকের সময় সামাজিক দূরত্ব না মানায় দেশটির প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়।

ওই বৈঠকে অরবান ছাড়াও কয়েকজন মন্ত্রী ও আরও সদস্য উপস্থিত ছিলেন, যারা কেউই সামাজিক দূরত্ব মানেননি বলে জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্যান্যরা সবাই কাছাকাছি বসে আছেন। এমনকি তাদের কারো মুখেই মাস্ক নেই। তাদের সামনে একটি টেবিলে রাখা আছে খাবার ও পানীয়।

এদিকে অরবান জানান, ছবিটি ২৫ মে তার জন্মদিনে তোলা হয়েছিল। সেদিন সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত রোমানিয়ায় ১৯ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ২৬২ জন।

Check Also

জুলুম থেকে বাঁচতে মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

মহানবী (সা.) যেকোনো ধরনের জুলুম থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে একটি দোয়া পড়তে বলেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *